মুম্বাইকে 'প্রথম জয়ের' স্বস্তি এনে দিলেন শেফার্ড

 

মুম্বাইকে 'প্রথম জয়ের' স্বস্তি এনে দিলেন শেফার্ড

ডেভিড ওয়ার্নারকে আউট করায় শেফার্ডকে অভিনন্দন জানাচ্ছেন রোহিত শর্মা

বিরাট কোহলি সেঞ্চুরি করে আগের দিন বেঙ্গালুরুকে জেতাতে পারেননি। তার চেয়ে দ্রুত সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন জস বাটলার। 
আবার সেঞ্চুরি কেনো, কোন ফিফটি ছাড়াই ২৩৪ রান করেই ম্যাচ জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স। 


আজ ওয়াংখেড়েতে ব্যক্তিগত কারও ফিফটি ছাড়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৩৪ রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ইনিংস দিয়েই দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে তিন হারের পর এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেলো তারা। জয়ের নায়ক রোমারিও শেফার্ড। শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১০ বলে ৩৯ রান করেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। এরমধ্যে আনরিখ নরকিয়ার করা শেষ ওভারের ৬ বল থেকে নেন ৩২ (৪+৬+৬+৬+৬+৪)। 
১৯ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ানসের রান ছিল ২০২/৫। একই সময়ে দিল্লি ক্যাপিটালসের রানও ছিল প্রায় একই, ২০১/৫। ট্রিস্টান স্টাবস ১৯তম ওভারে ২১ রান তুললেও শেষ ওভারে স্ট্রাইকের বাইরে ছিলেন। স্বদেশী কোটজের শেষ ওভারে একটি বলও খেলতে পারেননি। কোটজের ওই ওভারে মাত্র ৪ রান নিতে পারে দিল্লি। ৭ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৩ বলে ৭১ রান করে অপরাজিত আফসোসে মরছেন স্টাবস। 
ট্রিস্টান স্টাবস ২৩ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন, শেষ ওভারে স্ট্রাইক পাননি তিনিএর আগে মুম্বাই ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা ২৭ বলে ৬ বাউন্ডারি ৩ ছক্কায় ৪৯, ইশান কিশান ২৩ বলে ৪২, হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৩৯, টিম ডেভিড ২১ বলে ৪৫ আর রোমারিও শেফার্ড খেলেন ১০ বলে ৩৯ রানের ইনিংস। তবে ইনজুরি কাটিয়ে ফিরে ০ রানে ফিরেছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে ফিফটি ছাড়া আগের সর্বোচ্চ ইনিংস ছিল কেন্টের বিপক্ষে সমারসেটের ৫ উইকেটে 



Next Post Previous Post