আউট হয়ে আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্ক
আউট হয়ে আম্পায়ারদের সঙ্গে কোহলির তর্ক
নাজেহাল অবস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ ম্যাচের ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। আসরের দ্বিতীয় ম্যাচে জয়ের পর বেঙ্গালুরু হেরেছে টানা পাঁচ ম্যাচে। দলটি নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। দ্বিতীয় জয়ের খুঁজে ২২৩ রান তাড়ায় ব্যাট করতে নেমে মেজাজ হারান বিরাট কোহলি।
আম্পায়ারের সঙ্গে ক্ষোভ দেখান কোহলি। ছবি: সংগৃহীত |
এডেন গার্ডেন্সে তৃতীয় ওভারে হার্শিত রানার প্রথম বলে ফুলটস পান কোহলি। প্রথমে জোরে পেটানোর জন্য মনস্থির করেন, কিন্তু পরমুহূর্তে সিদ্ধান্ত বদলে ডিফেন্স করতে যান তিনি। কাজের কাজ হয়নি কিছুই। বল ব্যাটে লেগে চলে যায় রানার হাতে। আম্পায়ারও আউট দেন।
আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বেঙ্গালুরু ব্যাটার, তিনি রিভিউয়ের আবেদন করেন। তার আগেই বলটি রিভিউ করার সিদ্ধান্ত নেন অনফিল্ড আম্পায়ার। রিভিউয়ের পর আম্পায়ার তার সিদ্ধান্তে অটল থাকেন। সেটা মেনে নিতে পারেননি কোহলি। নো-বলের দাবিতে তিনি তর্কে জড়ান আম্পায়ারের সঙ্গে। ক্ষোভও ঝারতে দেখা যায় তাকে।
এরপর রেগেমেগে প্যাভিলিয়নের দিকে ফিরতে দেখা যায় কোহলিকে। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এরপর ডাগআউটে বসেও অসন্তোষ প্রকাশ করতে থাকেন তিনি।
ওই ইনিংসে ৭ বলে ৭ রান করেন কোহলি।